ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

অসুস্থ সদস্যদের সেবায় উড়ছে র‌্যাবের বিশেষ হেলিকপ্টার

করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘরের বাইরে থেকেই কাজ করতে হচ্ছে। অন্যদের মতো নিরলস দায়িত্বপালন করছেন র‌্যাব সদস্যরাও। মানুষের সংস্পর্শে আশায় তারা করোনাভাইরাসে আক্রান্তও হচ্ছেন। অসুস্থ এসব সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে এবার বিশেষ হেলিকপ্টার তৈরি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এলিট ফোর্সটি তাদের দুটি হেলিকপ্টারের একটিতে ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার, পোর্টেবল অক্সিজেন, কনসেন্ট্রেটর যুক্ত করে 'জরুরি রোগী' বহনে কাজে লাগাচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সের আদলেই এটি তৈরি করা হয়েছে বলে বাহিনীটি সূত্রে জানা গেছে।গত মাসের শেষ সপ্তাহে এই হেলিকপ্টারে গুরুত্বর অসুস্থ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও রংপুর থেকে তাদেরকে ঢাকায় আনা হয়।

সোমবার এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার- বিন কাশেম।

বৈশ্বিক মহামারি তথা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সম্মুখসারিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে প্রাণঘাতি এই ভাইরাসে পুলিশ-র‌্যাবের অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে র‌্যাবে আক্রান্ত সদস্যদের সু-চিকিৎসায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাহিনীটি। র‌্যাব সদস্যদের শারীরিক অবস্থা 'সার্বক্ষণিক নজরদারি' করতে তৈরি করা হয়েছে বিশেষ 'অ্যাপস'। এরমাধ্যমে হাসপাতালে ভর্তি র‌্যাব সদস্যদের নাম, বয়স, ব্যাটেলিয়ন, পূর্বে কোনো ধরণের রোগ ছিল কিনা কিংবা বর্তমান শারীরিক অবস্থা জানা যাবে। রেড, ইয়েলো এবং গ্রিন- তিনটি ভাগে ভাগ করা হয়েছে এসব সদস্যদের।

অ্যাপস থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা অসুস্থ সদস্যদের সরাসরি দেখতে পারবেন। কারণ, হাসপাতালে ভর্তি রোগীদের নজরদারিতে ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া অ্যাপসটির মাধ্যমে শারীরিক অবস্থাও জানতে পারবেন। যেমন হাসপাতালে ভর্তি কারও অবস্থা সংকটাপন্ন থাকলে তাকে 'রেড' জোন দেখাবে। এছাড়া করোনা ছাড়াও পূর্বে হার্টের সমস্যা কিংবা অন্য কোনো অসুখ থাকলে তাকে 'ইয়েলো' এবং যিনি হাসপাতালে ভর্তি কিন্তু করোনা বা অন্য রোগে সুস্থ হয়েছেন তাকে 'গ্রিন' দেখাবে। সোমবারই আনুষ্ঠানিকভাবে অ্যাপসটির যাত্রা শুরু হয়েছে। র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন অ্যাপসটির উদ্ধোধন করেন।

এদিকে এয়ার অ্যাম্বুলেন্সের আদলে করা হেলিকপ্টারের সার্বিক তদারকিতে আছেন র‌্যাবের এয়ার উইংয়ের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুজ্জামান। তিনি গত ২৪ মে রাতে প্রথম একজন র‌্যাব সদস্যকে জরুরি ভিত্তিতে বরিশাল থেকে ঢাকায় আনেন। এসময় তার সঙ্গে চিকিৎসকরাও আসেন। একইভাবে ২৭ ও ৩১ মে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চট্টগ্রাম ও রংপুর থেকে র‌্যাবের দুইজন সদস্যকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

ads

Our Facebook Page